Abdul Alim (1931-1974) is one of the most significant figures in the history of Bangla folk music. In his lifetime, the legendary singer recorded almost 500 songs. He achieved many recognitions and awards for his mammoth contribution in Bangla folk music. His son, Azgar Alim is a renowned folk artiste of Bangladesh. Azgar’s musical journey started with the music of his father. Later he learned from Ustad Amanullah Khan and Ustad Akhtar Sadmani. Azgar Alim is one of the most versatile folk singers of Bangladesh.
An initiative of Sun Foundation; ‘Dhaka International FolkFest’ is a celebration of sheer musical brilliance where myriads of folk artistes from home and abroad perform on a single platform.
বাংলা লোকগানের প্রবাদপুরুষ আবদুল আলীম (১৯৩১-১৯৭৪)। মরমী ও মুর্শিদি গানের কিংবদন্তী এই শিল্পী লোকসংগীতকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাঁর রেকর্ডকৃত গানের সংখ্যা প্রায় ৫০০। আবদুল আলীমের সুযোগ্য উত্তরাধিকারী আজগর আলীম বাংলা লোকসংগীতের পরিচিত একটি নাম। বাবার কাছে হাতে খড়ি হওয়ার পর তালিম পেয়েছেন ওস্তাদ আমানুল্লাহ খাঁন এবং ওস্তাদ আখতার সাদমানীর কাছে। গানের পাশাপাশি আবদুল আলীম সংগীত পরিষদের মাধ্যমে কালজয়ী শিল্পী আবদুল আলীমের গানগুলো সংরক্ষণ, প্রচার ও প্রসারে কাজ করে চলেছেন আজগর আলীম। লোকসংগীতের শিল্পী হলেও নজরুল এবং আধুনিক গানে রয়েছে সাবলীল বিচরণ রয়েছে এই গুণী শিল্পীর।
সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ লোকসংগীতের এক মিলনমেলা। এ উৎসবে বিশ্বের নানা প্রান্তের লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় অসাধারণ সব লোকগান শোনার সুযোগ পায় বাংলাদেশের মানুষ।
Find us on:
Facebook:
Instagram:
Web:
0 Comments