Advertisement

The family of laborers applied for help in the treatment of 5year child suffering from SSPE.

The family of laborers applied for help in the treatment of  5year child suffering from SSPE. #বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (উত্তম দে, জয়পুর) : ১২ বছরের পার্থ কে মনে আছে? গুজরাটের আমরেলীর এই বালক দূরারোগ্য বিরল মস্তিকের রোগ সাবঅ্যাকিউট স্কেলেরোসিং প্যানেনসেফেলাইটিস (এসএসপিই) তে আক্রান্ত হয়েছিল। ছেলের এই রোগের চিকিৎসা করাতে গিয়ে সর্বসান্ত হয়ে তার বাবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। আর তাতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী এইমস এ পার্থর চিকিৎসার ব্যবস্থা করে দেন। এই ঘটনা ২০১৭ সালের জানুয়ারীর। আর তার বছর দুয়েক পর এই রোগে আক্রান্ত ৫ বছরের ঋষি লোহার! বাঁকুড়ার জয়পুর ব্লকের প্রত্যন্ত গ্রাম খোয়াবাঁধের মাঝি পাড়ার দিন মজুর পরিবারটি একই রোগে আক্রান্ত ঋষিকে নিয়ে চরম সঙ্কটে পড়েছেন।প্রায় ৯ মাস হল এই রোগে আক্রান্ত সে। প্রথমে বিষ্ণুপুর,বাঁকুড়া, কলকাতার চিকিৎসার পর পন্ডীচেরীতে গিয়ে রোগ নির্ণয় হয়। যে রোগটির পোষাকী নাম সাবঅ্যাকিউট স্কেলেরোসিং প্যানেনসেফেলাইটিস (এসএসপিই)। গরীব দিন মজুর বাবা বুধন বাবুর রোজগারে ছেলের চিকিৎসার খরচ জোগাড় তো দূরঅস্ত! ছেলের রোজকার খাবার জোগাড় করতে পারছেন না। মুখে খাবার খেতে পারেনা ঋষি। নাকে টিউব দিয়ে বিশেষ তরল খাবার দিতে হয় তাকে। মাসে দুবার করে কলকাতায় গিয়ে খাবার টিউব বদলাতে হয়। তারও একটা খরচা আছে। তার ওপর ওষুধপত্র কিনতে হয়। সবে মিলে মাসে ৮ থেকে ৯ হাজার টাকা খরচ।ঋণ,ধার করে, ৯ মাস কোনোরকমে খরচ টানলেও আর পারছেন না। তাই ঋষির মা রবি দেবী, বাবা বুধন বাবু সাহায্যের জন্য হন্যে হয়ে ঘুরছেন। স্থানীয় বিডিও অফিস থেকে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতারার কাছে আজ জনতার দরবারে গিয়ে সাহায্যের আর্জি জানান রবি দেবী। তাদের পক্ষে দিদিকে বলো বা পিএমো দপ্তরে জানিয়ে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নজরে এই সমস্যা জানানো হয়ে ওঠে নি। এই অবস্থায় তাই এই পরিবারটিকে সহায়তা করার উপায়ের খোঁজ পেতেই আমাদের প্রতিনিধি এই প্রতিবেদন তুলে ধরেছেন। সহৃদয় ব্যক্তি,প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব, বা সরকারী আধিকারিক যে কেও সহায়তার হাত বাড়াতে বাঁকুড়া২৪X৭ এর সাথে যোগাযোগ (mob No: +91 9434047119) করতে পারেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇

SSPE.

Post a Comment

0 Comments